সিরাজগঞ্জের কামারখন্দে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুরগির খাবার বহনকারী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ঝাঐল ওভার ব্রিজের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকা থেকে রাজশাহীগামী ড্যানিশ কোম্পানির মুরগির খাবার বহনকারী একটি ট্রাক বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, এর আগে ভোররাতে মহাসড়কে চলাচলকারী বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
ট্রাকটির সামনের গ্লাস ভেঙে যায় ও কেবিনের সামান্য ক্ষতি হলেও পুরোটা পোড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর ট্রাকটি থানায় নিয়ে রাখা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
—-ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার