অনলাইন ডেস্ক :
প্রিমিয়ার লিগে বিদেশি নিবন্ধন এবার বাড়ানো হয়েছে। পাঁচজনের জায়গায় ছয়জন নেওয়ার সুযোগ ছিল দলগুলোর। তবে গত বৃহস্পতিবার শেষ হওয়া দলবদলে দেখা গেছে বেশির ভাগ দলই সুযোগটা নেয়নি। এটাকে বরং আপদ মনে হয়েছে তাদের। ব্রাদার্সের ম্যানেজার আমের খান যেমন বলেছেন, ‘বিদেশি নিলেই তো হবে না, তাদের মাসে মাসে বেতন দিতে হবে। মাঠে খেলতে পারবে চারজন। তো দেখা যাবে কোনো একজনকে আমি নামাতেই পারছি না, কিন্তু বেতন ঠিকই দিয়ে যেতে হচ্ছে। সব দলের এই সামর্থ্য নেই। বেশির ভাগ দলেরই বাজেট সীমিত।’ ব্রাদার্স নিয়েছে গুনে গুনে চার বিদেশি। ১০ দলের ছয় দলই বাড়তি বিদেশি নিবন্ধনের সুযোগ নেয়নি।
ব্রাদার্সের সঙ্গে আছে শেখ জামাল, পুলিশ, চট্টগ্রাম আবাহনী, ফর্টিস এফসি ও রহমতগঞ্জ। বিদেশির কোটা পূরণ করেছে বসুন্ধরা কিংস, আবাহনী, শেখ রাসেল ও মোহামেডান। এএফসি কাপে ছয় বিদেশিকে এখন খেলানো যায়। মূলত সেটি মাথায় রেখেই এবার একজন বেশি বিদেশি নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। স্বাভাবিকভাবেই বসুন্ধরা কিংস সে সুযোগ নিয়েছে। আবাহনীর ভাবনায় অবশ্য লিগই, ‘আমাদের সামর্থ্য আছে, সুযোগটা তাই নিয়েছি। চোটের ব্যাপার আছে। বাড়তি খেলোয়াড় থাকলে সুবিধা হয়।’
আরও পড়ুন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম