কাফি খান,ময়মনসিংহ :
ময়মনসিংহ শহরের জে সি গুহ রোড এলাকায় সোমবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাত মিসক্যারেজজনিত কারণে ব্যাথায় কাতরাচ্ছিলেন সোমা আক্তার (২৫)। বাইরে থেকে গেটে তালা দেওয়া থাকায় বের হতে পারছিলেন না পরিবারের কেউ। বাসার ভেতর থেকে চিৎকার চেচাঁমেচি শুনে প্রতিবেশিরা ৯৯৯ এ কল করে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে তালা ভেঙে ঐ নারীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমা আক্তার মো. আব্দুল হাকিমের স্ত্রী। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাত দুইটার দিকে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাই প্রসব বেদনায় তালাবদ্ধ ঘরে কাতরাচ্ছেন এক নারী। ঘটনাস্থলে গিয়ে পুলিশ স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারে, বাসার সামনে দোকান থাকায় রাত ১২টার পর গেটে তালা দিয়ে দোকানি চলে গেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পেছনের দিকের বাথরুমের দেয়াল ভেঙ্গে অন্তঃসত্ত্বা সোমাকে উদ্ধার করা হয়। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের লেবার ওয়ার্ডে ভর্তি করানো হয়। ওসি আরও বলেন, সোমা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ আছেন।পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সোমার মিসক্যারেজজনিত কারণে মারাত্মক রক্তশূন্যতাসহ শ্বাসকষ্ট হয়। সোমার স্বামী আবদুল হাকিম বলেন, যথাসময়ে পুলিশ না আসলে মৃত্যুও হতে পারতো।
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২
রংপুরে হাসিনার বাণী প্রচার করায় কর্মকর্তা বরখাস্ত
পাবনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১লাখ টাকা জরিমানা ও এক জনকে ২০ দিনের কারাদণ্ড