বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ পদত্যাগ করেছেন।
রবিবার অসুস্থতার কথা উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন ইউজিসি চেয়ারম্যান।
পদত্যাগপত্রে ইউজিসি চেয়ারম্যান জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের এক সরকারি আদেশক্রমে গত বছরের ২০ আগস্ট থেকে তিনি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
এতে বলা হয়, অস্ট্রেলিয়ার চিকিৎসকদের পরামর্শ ও শারীরিক অবস্থা অনুযায়ী তিনি দায়িত্ব পালনে অপারগ।
চিঠিতে তিনি উল্লেখ করেন, তিনি গত বছরের ২৮ মে ইউজিসির চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।
—–ইউএনবি

আরও পড়ুন
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ১,১৪৭
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার