অনলাইন ডেস্ক :
নতুন মৌসুমে আবাহনীর ডাগআউটে আর দেখা যাবে না মারিও লেমোসকে। পর্তুগিজ এই কোচের সঙ্গে চুক্তি বাড়ায়নি আকাশি-নীলরা। আবাহনী ছেড়ে যাওয়ার বিষয়টি লেমোস নিজেই জানিয়েছেন,‘দুই পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আমি নিজের বাড়িতে আছি। আমার যাবতীয় জিনিসপত্র নিতে কয়েকদিন পর বাংলাদেশে আসব।’ লেমোস তাঁর ফেসবুক পেজে পোস্ট করেঅ আবাহনীকে ধন্যবাদ জানিয়েছেন। আসছে মৌসুমে তাই ঐতিহ্যবাহী দলটিতে দেখা যাবে নতুন কোনো কোচকে। আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রুপু তেমনি বলেছেন,‘হ্যাঁ, আমরা নতুন করে শুরু করতে চাচ্ছি। তাঁর (লেমোসের) সঙ্গে আর চুক্তি বাড়াচ্ছি না।’
২০১৮ সালের ডিসেম্বরে আবাহনীর দায়িত্ব নিয়েছিলেন লেমোস। চার মৌসুমে আবাহনীকে কোনো লিগ শিরোপা জেতাতে পারেননি। তবে এক মৌসুম আগে তাঁর অধীনে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জয় করে ক্লাবটি। বিদায় বেলা আবাহনীকে নিয়ে লেমোস বলেছেন,‘অসাধারণ একটা জার্নি ছিল। প্রতিটা দিন এখানে উপভোগ করেছি। বাংলাদেশ ও আবাহনী আমার জীবনের অংশ হয়ে থাকবে।’
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল