January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 8th, 2023, 11:12 am

কুলাউড়ায় অবৈধ অনুপ্রবেশকারীসহ আটক ১৫

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও অবৈধ অনুপ্রবেশকারীসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি। বুধবার (৭ জুন) দুপুরে গ্রেপ্তারের পর তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- রাউৎগাঁও ইউনিয়নের হারুনুর রশিদের ছেলে সুমন আহমদ, জয়চন্ডী ইউনিয়নের মৃত তোবারক আলীর ছেলে কামরুল ইসলাম, হাজীপুর ইউনিয়নের কর্নেল মিয়ার ছেলে শামীম মিয়া মোস্তাকিন, রাউৎগাঁওয়ের ফরজান আলীর ছেলে
জেবুল মিয়া, কর্মধা ইউনিয়নের রজব আলীর ছেলে ময়নুল ইসলাম ও আছকর আলীর ছেলে সুমন আহমদ।
অপরদিকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে কর্মধা ইউনিয়নের ফটিগুলি এলাকা থেকে ৮ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে বিজিবি।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. আনারুল, মো. আলম ম-ল, মোঃ মামুন, মোঃ খোরশেদ, মোঃ জনি, মোঃ আমদাদ, মো. পালো মালিথা, মো. মনির মুন্সি। এদের সবার বাড়ি কুষ্টিয়া ও বাগেরহাট থানার বিভিন্ন এলাকায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।