চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় তেলবাহী ওয়াগন ট্রেনকে ধাক্কা দিয়ে বাস উল্টে তিনজনের মৃত্যুর ঘটনায় পলাতক সেই বাসচালক খোরশেদ আলম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১২ মার্চ) রাতে ফটিকছড়ির ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়ন থেকে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, রবিবার রাতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়ন থেকে অভিযান পরিচালনা করে বাস চালক খোরশেদ আলম খোকনকে আটক করা হয়েছে।
এর আগে গত ৬ মার্চ রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর ইপিজেড থানা নিউমুরিং রেলক্রসিংয়ে তেলবাহী ওয়াগন ট্রেনকে ধাক্কা দিয়ে শহর এলাকার বাসটি উল্টে গেলে এক রেল কর্মীসহ তিনজন নিহত হয়েছে।
তারা হলেন-রেলের পয়েন্টস ম্যান আজিজুল হক (৩০) যাত্রী আসাদুজ্জামান (৩০) ও লিটন কান্তি দে (৩০)।
—-ইউএনবি

আরও পড়ুন
আবু সাঈদ হত্যার ঘটনায় আসামীদের ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি চেয়েছেন প্রসিকিউসন
সাবেক সেনাপ্রধান আজিজের ভাই আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যৌথবাহিনীর ৭ দিনের অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ২৭৮