ছাত্র আন্দোলনের ঘটনায় দেশজুড়ে যত মামলা হয়েছে আগামী ৩১ আগস্টের মধ্যে সবগুলো প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজধানীতে হওয়া হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে বলে আশা করছেন তিনি।
বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ‘তিন দিনের মধ্যে ছাত্র হয়রানিমূলক মামলাগুলোর নিষ্পত্তি চেয়েছিলাম। কিন্তু পুলিশের সবাই দায়িত্বে না থাকায় এটি সম্ভব হয়নি। এখন সব পুলিশ দায়িত্ব নিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ প্রশাসনকে মন্ত্রীরা কীভাবে ব্যবহার করা হয়েছে, আপনারা দেখেছেন। ছাত্র আন্দোলনে হত্যা ঘটনায় সাবেক সরকার প্রধানসহ যারাই জড়িত থাকেন, তাদের ছাড় দিব না। বিচার আওতায় আনা হবে।’
আসিফ নজরুল বলেন, ‘বিচার কার্য শুরু হলে আসামি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আইনজীবীর মাধ্যমে আসতে পারবে।’
এখন পর্যন্ত যত গায়েবি মামলা হয়েছে সব প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘আবরার হত্যা মামলাসহ যত গুম হয়েছে, এসব বিচার করা হবে। সাংবাদিকদের হয়রানি করার জন্য যেসব মামলা করা হয়েছে সেগুলো বাতিল ও আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। সাগর-রুনি হত্যার বিচার উদঘাটন করা হবে।’
এছাড়াও সাংবাদিক রোজিনার নামে মামলা প্রত্যাহার করা হবে এবং তার পাসপোর্টও ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আইন উপদেষ্টা আরও জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নামে মামলাও প্রত্যাহার করা হবে।
—–ইউএনবি

আরও পড়ুন
ফিফার অফিসিয়াল পোস্টে ‘উড়ন্ত হামজা’র বাইসাইকেল গোল
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে অমিতাভ রেজা, পাত্রী কে
সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে অর্থপাচার মামলা অনুমোদন দিল দুদক