Thursday, March 16th, 2023, 8:07 pm

ঝালকাটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

ঝালকাঠিতে বাসের ধাক্কায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে নলছিটি উপজেলার শিমুলতলা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাকেরগঞ্জ এলাকার মিলন ভট্টাচার্যের ছেলে ও ভুট্টো উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তূর্য ভট্টাচার্য এবং ভ্যানচালক মো. আকাশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আতাউর রহমান জানান, তুর্য তার স্কুলের সামনে ভ্যানচালক আকাশের সঙ্গে কথা বলার সময় পটুয়াখালীগামী একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

বিচারের দাবিতে বিক্ষুব্ধ স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

—-ইউএনবি