নাজমুল হাসানঃ
আবাসিকে গ্যাস সংযোগ চালু হচ্ছে এমন খবরে ঠিকাদারদের দৌড়ঝাঁপ বেড়ে গেছে। তারা আবাসিক গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে অনেকেই টাকা পয়সা তুলছেন এমন অভিযোগ পাওয়া গেছে। তবে আদৌ আবাসিক সংযোগ চালু হবে কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। গত কয়েকদিন যাবত কিছু গণমাধ্যম তিতাস গ্যাসের আবাসিক সংযোগ চালু হচ্ছে এমন সংবাদ প্রচার করার পর থেকেই তোর জোর বেড়ে যায় কিছু অসাধু ঠিকাদার ও কর্মচারীদের। গ্যাস সংযোগের সাথে জড়িত কিছু দালালরাও অনেকের কাছ থেকে এই সুযোগে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছেন বলেও জানা গেছে।
এই বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, “এটা একটা সম্পূর্ণ গুজব, কোন ভাবেই সমন্বয় সভায় আবাসিকে সংযোগ দেওয়ার বিষয়টি আলোচনা হয়নি, আমার আগে ইন্ডাস্ট্রি তে গ্যাস দিতে হবে যেখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, এরপর বিদ্যুৎ সেক্টর,সার কারখানা ও সিএনজি, সহ গুরুত্বপূর্ণ চারটি সেক্টর আগে আমার রক্ষা করতে হবে তারপর অন্য কিছু,গত কয়েকদিন যাবত কয়েকটি গণমাধ্যম এই ধরনের প্রচারণা চালিয়ে আসছে যা কোনোভাবেই সত্য নয়,তবে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের ফাইলগুলো জ্বালানি মন্ত্রণালয় পাঠানো হয়েছে, এটা পাঠাতেই হবে”।
গত কয়েকদিন যাবত আবাসিক সংযোগ চালু হতে পারে এমন খবরটি অমূলক ভিত্তিহীন সম্পূর্ণ গুজব বলেও মন্তব্য করেন পেট্রো বাংলার চেয়ারম্যান।
এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোন অসাধু ঠিকাদার ও কর্মচারী কিংবা তিতাস গ্যাসের দালাল আবাসিক সংযোগ দেয়ার নামে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক তিতাস গ্যাসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন,”গণমাধ্যমকে আরো সংযত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে যত্নশীল হতে হবে”।
উল্লেখ থাকে যে দীর্ঘ বেশ কয়েক বছর যাবত তিতাস গ্যাসের আবাসিক সংযোগ বন্ধ থাকায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের সংখ্যা মাত্রাতিরিক্ত হারে বাড়ছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র নব নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ গত ৯ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণের পর সব অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন।
আরও পড়ুন
ইন্দোনেশিয়ার সুমাত্রায় খনি ধসে নিহত ১৫, নিখোঁজ ২৫
কানপুরে টাইগার রবির উপর ভারতীয় সমর্থকদের হামলা
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬০, আহত ৮১