অনলাইন ডেস্ক :
পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের একটি গভীর পার্বত্য উপত্যকার উপরে ঝুলন্ত ক্যাবল কারে আটকা পড়েছে ছয় শিশুসহ আটজন। মঙ্গলবার (২২ আগষ্ট) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত বাত্তাগ্রাম জেলার আল্লাই তেহশিলে ঘটনাটি ঘটে। ছয় স্কুলশিশু ও দুই স্থানীয়কে নিয়ে ক্যাবল কারটি গন্তব্যের পৌঁছানোর আগেই মাঝপথে এর দুটি তার ছিড়ে যায়। তারপর থেকে ক্যাবল কারটি এর আরোহীদের নিয়ে উপত্যকাটির ১২০০ ফুট উপরে ঝুলে আছে। তাদের উদ্ধারে পাকিস্তান সেনাবাহিনীর কুইক রেসপন্স ফোর্সকে তলব করা হয়েছে এবং ঘটনাস্থলে স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) এর কমান্ডোদের মোতায়েন করা হয়েছে, জানিয়েছে ডননিউজ টেলিভিশন।
আল্লাইয়ের সহকারী কমিশনার জাওয়াদ হুসেইন জানিয়েছেন, সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ১৫টি মিনিট ধরে পরিস্থিতি জরিপ করে গিয়েছে আর রেসক্যু ১১২২ টিম ক্যাবল কারটির নিচে জাল পাতার চেষ্টা করছে। আল্লাই তেহশিলের চেয়ারম্যান মুফতি গুলামুল্লাহ জানিয়েছেন, পার্বত্য এলাকার লোকজন ওই এলাকায় থাকা কয়েকটি পাহাড়ি নদী পার হওয়ার জন্য ব্যক্তি উদ্যোগে স্থাপিত ও পরিচালিত ওই ক্যাবল কার ব্যবহার করে। তাদের চলাচলের জন্য রাস্তা বা সেতুর মতো বিকল্প কোনো কিছু নেই। প্
রাদেশিক দমকল বাহিনীর কর্মকর্তা আবদুল বাসিত খান জানিয়েছেন, ক্যাবল কারটি এখন একটি মাত্র তারের ওপর নির্ভর করে ঝুলে আছে। ক্যাবল কারটিতে থাকা গুলফরাজ (২০) নামের এক আরোহী ফোনে জিও নিউজকে জানিয়েছেন, আটকে পড়া শিশুদের সবার বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন গত তিন ঘণ্টা ধরে অজ্ঞান হয়ে ছিল বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, তাদের কাছে কোনো খাবার এমনকি পান করার মতো পানিও নেই। তাদের এলাকার লোকজন নিকটবর্তী পাহাড়ে ভিড় করেছে আর কাঁদছে। “খাবার পাবো কই? পান করার মতো পানি খুব দরকার। মোবাইলের চার্জও ফুরিয়ে যাচ্ছে,” বলেছেন তিনি। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার আটকে পড়া শিশু ও অন্যান্যের অবিলম্বের উদ্ধার করার জন্য কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে রেডিও পাকিস্তান।
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ঘটনায় সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস