পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার নাদুরিয়া গ্রাম থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামী আমিরুল ইসলাম (৩০)কে গ্রেফতার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
আজ শনিবার ভোর রাতে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আমিরুল আটঘরিয়া থানার নাদুরিয়া গ্রামের মো: মাসুদ রানার ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ২২ ফেব্রæয়ারি তারিখে আসামী আমিরুল ও তার ৪ বন্ধু মিলে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। পওে ভিকটিম বাদী হয়ে আটঘরিয়া থানায় ৫ জনকে আসামী কওে একটি ধর্ষণ মামলা করেন। আজ শনিবার ভোররাত সোয়া ১টার দিকে নাদুরিয়া গ্রাম থেকে আমিরুলকে গ্রেফতার কওে র্যাব। সকালে তাকে পাবনার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত- প্রিন্স
রংপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৭৩টি বাইসাইকেল বিতরণ
রংপুরে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান