January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 11th, 2023, 9:39 pm

বাগেরহাটে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবকের ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪

বাগেরহাটের চিতলমারীতে মানসিক ভারসাম্যহীন এক যুবকের ছুরিকাঘাতে একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। রবিবার (১১ জুন) বেলা ৩টার দিকে উপজেলার পাটরপাড়া স্টিল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সম্রাট শেখ (২২) চিতলমারী উপজেলার আড়–য়াবর্ণি গ্রামের আকরাম শেখের ছেলে।

নিহত রফিক খান (৪০) বাগেরহাটের চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামের গাউস খানের ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক।

আহতেরা হলেন- রায়হান শেখ (২৭), আমিনুর রহমান (৩৬), আবু সাঈদ (২৪) ও তানভীর (২৪)।

আহতদের বাড়ি চিতলমারী উপজেলার বিভিন্ন গ্রামে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আকতার জানান, মানসিক ভারসাম্যহীন যুবক হঠাৎ করে ধারালো ছুরি দিয়ে চিতলমারী উপজেলা সদরে স্টিল ব্রিজের পাশে উপস্থিত ব্যক্তিদের এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এসময় তার ছুরিকাঘাতে পাঁচজন গুরুতর জখম হয়।

আহতদের উদ্ধার করে দ্রুত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিক খানকে মৃত ঘোষণা করেন। অপর চারজনকে চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রায়হান শেখের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানান।

তিনি আরও জানান, খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

—-ইউএনবি