বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় পার্কিং করা কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শাসক দলের কর্মীরাই আগুন ধরিয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।
এদিকে সড়ক অবরোধ থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। এতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, হাসপাতালের কাছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আন্দোলনকারীরা।
—-ইউএনবি

আরও পড়ুন
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে
‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও সংসদ নির্বাচনে প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
আমরা যদি নিরাপদ না থাকি, এ দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না: মাহফুজ আলম