জেলা প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় তাসফিন আহমেদ খান (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার টাঙ্গাইল-নলুয়া সড়কের কলাবাগান ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার নলুয়া আড়ালিয়া পাড়ার গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে এবং নলুয়া ইউরেকা মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, টাঙ্গাইল-নলুয়া সড়কের কলাবাগান ব্রিজের বন্ধুর মোটরসাইকেল শখের বশে চালাতে যায়। এসময় নিজেই মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পান। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। অবস্থার অবনতি হলে ঢাকা নিউরো সাইন্স হাসপাতালে নেওয়ার পথে রাতে সে মারা যান।
স্থানীয় যাদবপুর ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহত তাসফিন মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী