অনলাইন ডেস্ক :
ইটিসি ইভেন্টস লিমিটেড আয়োজন করছে বছরের সব থেকে বড় রক কনসার্ট ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’। আসছে ১৫ সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ৪ নম্বর হলে এটি অনুষ্ঠিত হবে। সেখানে মঞ্চ কাঁপাতে আসছে দেশসেরা সব ব্যান্ড। মূল লাইনআপের মধ্যে অ্যাভয়েড রাফা, আফটার ম্যাথ ও কার্নিভালের নাম প্রকাশ করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে দ্য স্কুল অব রক কনসার্টটি। ব্যান্ড মিউজিক ভক্তরা পুরো লাইনআপ উন্মোচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ ছাড়া ইটিসি ইভেন্টস লিমিটেডের পক্ষ থেকে শিগগিরই আসবে নতুন ব্যান্ডদের জন্য খুব বড় একটি ঘোষণাও।
ইটিসি ইভেন্টস লিমিটেডের মুখপাত্র জানান, দেশের তরুণ-তরুণীদের জন্য সুস্থ ও নিরাপদ একটি ইভেন্ট আয়োজন করাই তাদের উদ্দেশ্য। দেশের সেরা শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে সংগীতপ্রেমীদের মনে রাখার মতো একটা সন্ধ্যা উপহার দিতে চান। পরবর্তী ব্যান্ডের নাম, নতুন ব্যান্ডদের সুযোগ ও ইভেন্ট সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে ইটিসি ইভেন্টস লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত