নিজস্ব প্রতিবেদক , রংপুর :
রংপুর বিভাগের কালীগঞ্জে কাতার চ্যারিটির ২০০ টি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে প্রফিট ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) টিএম এ মোমিন।সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জহির ইমাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ। এতে বক্তব্য রাখেন দলগ্রাম দাখিল মাদ্রাসা সুপার মোঃ নুরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মোকলেছুর রহমান টুকু, প্রফিট ফাউন্ডেশন এর নিবার্হী পরিচালক মোঃ নুরুজ্জামান আহমেদ প্রমুখ। সার্বিক কার্যক্রমে পরিচালনা করেন তাকিয়া জাহান ও স্বাধীন ইসলাম।কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০ টি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পরিবারের মধ্যে (৭টি আইটেম ৪২ কেজি করে) রমাদান ইফতার ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

আরও পড়ুন
একসঙ্গে মনোনয়নপত্র নিলেন সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু
রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামুর মনোনয়ন উত্তোলন
বাংলাদেশ থেকে ট্যাগের রাজনীতি বন্ধ করতে হবে : রংপুরে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান