January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 9th, 2023, 8:46 pm

অবশেষে নায়িকার স্বপ্ন পূরণ

অনলাইন ডেস্ক :

গেলো এপ্রিলে অ্যামাজন প্রাইমে মুক্তি পায় ‘জুবিলি’ ওয়েব সিরিজটি। বিক্রমাদিত্য মোতওয়ানি নির্মিত সিরিজটি দর্শক ও সমালোচক সবার কাছেই ভূয়সী প্রশংসা পেয়েছে। এই সিরিজের অন্যতম চরিত্র নিলুফার কুরেশি। যার মনে নায়িকা হওয়ার স্বপ্ন এবং যে কোনো মূল্যে নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। নানা ঘটনা পেরিয়ে তার স্বপ্ন পূরণও হয়। নিলুফারের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়েছেন পাঞ্জাবি অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। মজার ব্যাপার হলো, ‘জুবিলি’ সিরিজের মতো বাস্তবেও তার স্বপ্ন পূরণ হলো! বলিউডের বড় একটি সিনেমায় সুযোগ পেয়েছেন তিনি। খবর পিঙ্কভিলার। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে এটি নির্মাণ করবেন সুপারহিট তামিল নির্মাতা অ্যাটলি কুমার। যিনি বর্তমানে ব্যস্ত আছেন শাহরুখ খানকে নিয়ে ‘জাওয়ান’ সিনেমার কাজে।

জানা গেছে, প্রযোজক মুরাদ খেতানির লগ্নিতে নির্মিত হবে নতুন সিনেমাটি। এই ছবিতে নায়কের ভূমিকায় থাকছেন বরুণ ধাওয়ান। এ ছাড়া দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশও অভিনয় করছেন। এমন বড় প্রজেক্টে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়ামিকা গাব্বি। বললেন, ‘আমি রোমাঞ্চিত এবং কৃতজ্ঞ এই প্রজেক্টের অংশ হতে পেরে। বরুণ ধাওয়ান ও কীর্তি সুরেশের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়া অবশ্যই এমন কিছু, যেটা আমি অনেক দিন ধরে চাচ্ছি। আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম একটি পুরোদস্তুর বাণিজ্যিক হিন্দি সিনেমায় কাজ করতে, এবং এটা সেরকমই একটি কাজ।’ ২০০৭ সালের ক্লাসিক সিনেমা ‘জাব উই মেট’ দিয়ে অভিষেক হয় ওয়ামিকার। সেখানে খুব ছোট একটি চরিত্রে সুযোগ পান তিনি। এরপর থেকে অবিরাম চেষ্টা করে যাচ্ছেন। বেশ কিছু সিনেমা, সিরিজ ও মিউজিক ভিডিওতে কাজ করেছেনও বটে। কিন্তু কাক্সিক্ষত সাফল্য আসেনি। তবে ‘জুবিলি’ সিরিজটি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। যার ফলে এখন ওয়ামিকার হাতভর্তি কাজ।