January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 12th, 2022, 7:51 pm

অবশেষে ফুটবলে ফিরলো ইউক্রেন

অনলাইন ডেস্ক :

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যায়। অনিশ্চিত এক ভবিষ্যতের মুখে পড়ে দেশটির ক্রীড়াবিদরা। স্থগিত হয়ে যায় কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপিয়ান অঞ্চলের প্লে-অফ সেমিফাইনালের ইউক্রেন বনাম স্কটল্যান্ড ম্যাচও। অবশেষে ইউক্রেনীয়দের জন্য সুখবর। সব অনিশ্চয়তা পেছনে ফেলে মাঠে ফিরেছে ইউক্রেন জাতীয় ফুটবল দল। জার্মান ক্লাব বরুশিয়া মনচেংগ্লাডবাখের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছে ইউক্রেন। এতে ২-১ গোলে জয় পেয়েছে তারা। এই ম্যাচে ২০ হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিল। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত টাকা ইউক্রেন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়া হবে। আগামী ১ জুন, স্কটল্যান্ডের বিপক্ষে স্থগিত হওয়া প্লে-অফ সেমিফাইনাল ম্যাচটি খেলবে ইউক্রেন। খেলাটি স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যারা জিতবে তারা ৫ জুন কার্ডিফে ওয়ালসের বিপক্ষে ফাইনাল খেলবে। আর ফাইনাল বিজয়ীরা সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট পাবে।