December 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 9th, 2025, 7:51 pm

আইপিএল নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, নেই সাকিব

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের জন্য নিলামে ওঠা ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। এবারের নিলামে সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাতজন ক্রিকেটার। তবে তালিকায় জায়গা হয়নি আইপিএলে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসানের।

নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বেস প্রাইস পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। তার বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। এছাড়া তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম—এই পাঁচজনের বেস প্রাইস ধরা হয়েছে ৭৫ লাখ রুপি করে।

এছাড়া স্পিনার রাকিবুল হাসানও জায়গা পেয়েছেন চূড়ান্ত তালিকায়। তার বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি।

আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে। আর টুর্নামেন্টের ১৮তম আসর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আয়োজন করা হবে।

এনএনবাংলা/