December 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 7th, 2025, 7:49 pm

আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে, ইসিকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বহু প্রত্যাশিত এই নির্বাচনে নির্বাচন কমিশনই মূল দায়িত্ব পালন করছে। তিনি বলেন, জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে ইসিই চালকের ভূমিকায় রয়েছে।

রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের চার কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা জানান।

ইসির প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্যে অগ্রসর হচ্ছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও।

সিইসি নাসির উদ্দিন বৈঠকে জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি প্রস্তুতিকালে পূর্ণ সহযোগিতা করার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।

সিইসি আরও বলেন, ইতোমধ্যেই সাধারণ নাগরিকেরা নির্বাচনী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন, যা দেশে নির্বাচনী পরিবেশ তৈরি করেছে।

এনএনবাংলা/