December 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 8th, 2025, 6:52 pm

আসিফ আকবরের মন্তব্যে কড়া জবাব ওমর সানীর

 

গত মাসে দেশের ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। সেই সময় সামাজিক মাধ্যমে অনেক ফুটবলার এবং নেটিজেন তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

সম্প্রতি এক পডকাস্টে ওমর সানী-এর করা মন্তব্য নিয়ে প্রশ্নের মুখে পড়েন আসিফ। উত্তরে তিনি সানীকে ‘সহজ-সরল’, ‘চাপ বিক্রি করা মানুষ’ এবং ‘নারী শাসিত পুরুষ’ বলে আক্রমণ করেন। ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার সুরে কথা বলেন তিনি। যদিও শেষ পর্যন্ত ‘আই লাভ হিম’ বলে নরম হওয়ার চেষ্টা করেন।

এদিকে এসব মন্তব্য গ্রহণযোগ্য মনে করেননি ওমর সানী। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন। সানী বলেন, “আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি। পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম। কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন—এটা গ্রহণযোগ্য নয়।”

আরও ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, “আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর—আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে বল, চেয়ার নিয়ে বল—কিন্তু পরিবার নিয়ে নয়।”

ভিডিও বার্তায় এক পর্যায়ে হাত তুলে গায়ককে উদ্দেশ্য করে বলেন, “হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল।”

সবশেষে সানী আসিফকে সতর্ক করে বলেন, “তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী-আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ। আল্লাহ তোকে সম্মান দিয়েছে—এগুলো ধরে রাখ।”

এনএনবাংলা/