January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 12th, 2022, 8:27 pm

ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট:

দক্ষিণ সুরমার ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে’র ট্রাষ্টি এমএ সালমান জেপি,আব্দুল বাতিন, মোঃ আব্দুল আহাদ জুয়েল ও মোঃ আব্দুল কাদিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ১১ মে বুধবার দুপুরে বিদ্যালয় হলরুমে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে’র ট্রাষ্টি এমএ সালমান জেপি, আব্দুল বাতিন। বিদ্যালয়ের শিক্ষিকা আফরোজা বেগম ফাতেমা ও শিক্ষার্থী শাহেদা বেগম যমুনা’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, রোটারি ক্লাব অব সিলেট সিটি’র সেক্রেটারী রোটারিয়ান এসএ শফি। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপাংকর দেবনাথ।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা আফরোজা বেগম ফাতেমা, শিক্ষক আব্দুল কুদ্দুস, আরিফ রব্বানী, দুলাল হোসেন, শিহাব বক্স তোফায়েল, সুমন কুমার সিং। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়।