অনলাইন ডেস্ক :
ইন্দোনেশিয়ার জাকার্তায় আইএসএসএফ গ্রাঁ পি’তে আরও একটি পদক জিতেছে বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেলের দলীয় ইভেন্টে সাফল্যের পর এবার ৫০ মিটার ইভেন্টেও পদক এসেছে। ব্রোঞ্জ জিতেছেন শোভন চৌধুরী, রাব্বী হাসান মুন্না ও ইউসুফ আলী। মঙ্গলবার পদক জিততে বাংলাদেশের স্কোর করতে হয়েছে ১৭। এই ইভেন্টে সোনার পদক জিতেছে স্বাগতিক ইন্দোনেশিয়া। রুপা জিতেছে থাইল্যান্ড। এর আগে ১০ মিটার এয়ার রাইফেল ও মিক্সড ইভেন্টসহ অন্যগুলোতেও পদক এসেছে। সব মিলিয়ে একটি রুপা ও চার ব্রোঞ্জ নিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি শুটিং দল দেশে ফিরতে যাচ্ছে।

আরও পড়ুন
তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেটারদের ক্ষোভ
প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিক মৃত্যুঞ্জয় চৌধুরীর
মুস্তাফিজের পেশাদারিত্বে মুগ্ধ মিকি আর্থার: ‘অসাধারণ খেলছে, অসম্ভব বিনয়ী’