অনলাইন ডেস্ক :
ইন্দোনেশিয়ার জাকার্তায় আইএসএসএফ গ্রাঁ পি’তে আরও একটি পদক জিতেছে বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেলের দলীয় ইভেন্টে সাফল্যের পর এবার ৫০ মিটার ইভেন্টেও পদক এসেছে। ব্রোঞ্জ জিতেছেন শোভন চৌধুরী, রাব্বী হাসান মুন্না ও ইউসুফ আলী। মঙ্গলবার পদক জিততে বাংলাদেশের স্কোর করতে হয়েছে ১৭। এই ইভেন্টে সোনার পদক জিতেছে স্বাগতিক ইন্দোনেশিয়া। রুপা জিতেছে থাইল্যান্ড। এর আগে ১০ মিটার এয়ার রাইফেল ও মিক্সড ইভেন্টসহ অন্যগুলোতেও পদক এসেছে। সব মিলিয়ে একটি রুপা ও চার ব্রোঞ্জ নিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি শুটিং দল দেশে ফিরতে যাচ্ছে।

আরও পড়ুন
ভারতে বিশ্বকাপ খেলার অনুরোধ আইসিসির, নিরাপত্তা শঙ্কায় প্রত্যাখ্যান বিসিবির
মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে- আইসিসির চিঠি
বিকেএসপিতে ২০২৬ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক বাছাই পরীক্ষা সম্পন্ন