অনলাইন ডেস্ক :
বলিউডের বরেণ্য অভিনেতা জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী ও সানি দেওল। অভিনয় ক্যারিয়ারে আলাদা আলাদাভাবে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তারা। এবার এক সিনেমায় হাজির হবেন ৮০ দশকের এই চার অ্যাকশন হিরো। ‘বাপ’ শিরোনামের এই সিনেমা পরিচালনা করবেন বিবেক চৌহান। বলিউড হাঙ্গামাকে একটি সূত্র বলেন ‘‘বাপ’ সিনেমায় অভিনয় করবেন জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, মিঠুন চক্রবর্তী ও সানি দেওল। সম্ভবত অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে এ সিনেমা নির্মাণ করছেন পরিচালক। আগামী ১৪ জুন মুম্বাইয়ে সিনেমাটির শুটিং শুরু হবে।’’ আহমেদ খান ও জি স্টুডিও প্রযোজনা করবে সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। এই চার অভিনেতাকে এক সিনেমায় কখনো দেখা যায়নি। তবে আলাদা আলাদা তারা জুটি বেঁধে অভিনয় করেছেন। যেমনÑ‘যোদ্ধা’ সিনেমায় সঞ্জয় দত্ত-সানি দেওল, ‘খলনায়ক’ সিনেমায় জ্যাকি-সঞ্জয়, ‘বর্ডার’ ও ‘ত্রিদেব’ সিনেমায় দেখা গিয়েছিল সানি-জ্যাকিকে।
আরও পড়ুন
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির
‘বাংলার টেসলা’র চাকায় পিষ্ট শাওনের পা