January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, August 12th, 2023, 5:53 pm

এশিয়া কাপ ক্রিকেট স্কোয়াড ঘোষণা করল বিসিবি, বাদ পড়লেন মাহমুদউল্লাহ

এশিয়া কাপ ২০২৩-এর জন্য ১৭ সদস্যের স্কোয়াড শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে স্কোয়াডে রাখেনি বিসিবির নির্বাচক প্যানেল। আর দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন তানজিদ হাসান তামিম।

নতুন করে দলে জায়গা করে নেওয়া বাঁ-হাতি ওপেনার তানজিদ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বশেষ এসিসি ইমার্জিং এশিয়া কাপে সেরা বাংলাদেশি ব্যাটারের পারফরম্যান্স করেছেন। তিনি চার ম্যাচে তিনটি ফিফটি করেছিলেন যা তাকে জাতীয় দলে জায়গা করে নেওয়পার পথ তৈরি করে দেয়। এছাড়াও ২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের সময় অন্যতম প্রধান পারফরমার ছিল এই ব্যাটার।

এছাড়াও দলে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ, মাহেদী হাসান ও মোহাম্মদ নাইম। নাসুম দেশের মাঠে আয়ারল্যান্ড সিরিজের পর কোনো ওডিআই খেলেননি। আর নিউজিল্যান্ডে ২০২১ সালে তার শেষ ওয়ানডে খেলেছিলেন ডানহাতি অলরাউন্ডার মাহেদী।

এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপে বাংলাদেশের পাশাপাশি অংশ নিচ্ছে মোট ৬টি দল।

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মাহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মোহাম্মদ নাইম ও নাসুম আহমেদ।

—-ইউএনবি