December 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 14th, 2025, 7:15 pm

ওসমান হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর: ডিএমপি

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় গুলিবর্ষণকারী ও তার সহযোগী মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের তথ্যমতে, মোটরসাইকেলের পেছনে বসে হাদির মাথায় গুলি করেন ফয়সাল করিম মাসুদ এবং গাড়িটি চালাচ্ছিলেন আলমগীর শেখ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম।

তিনি জানান, মোটরসাইকেলে করে ঘটনাস্থলে এসে ফয়সাল করিম মাসুদ গুলি চালান এবং আলমগীর শেখ মোটরসাইকেলটি চালান। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার বলেন, শনাক্ত এই দুই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এখন পর্যন্ত তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাদের সম্ভাব্য দেশত্যাগ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও দেশের সব বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, হাদির ওপর হামলার পর সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে। একই সঙ্গে সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। আজ পরিবারের পক্ষ থেকে মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হাদির ওপর গুলি চালানো ব্যক্তিকে গ্রেপ্তারে তথ্য দিয়ে সহায়তাকারীদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাত্রাকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

এনএনবাংলা/