August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 14th, 2025, 3:54 pm

ওসিকে ‘ল্যাংটা করে তাড়িয়ে’ দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন বিএনপি নেতা

 

কক্সবাজারের মহেশখালী থানার ওসিকে ‘ল্যাংটা করে তাড়িয়ে’ দেওয়ার হুমকি দেওয়ায় মহেশখালী দ্বীপের আক্তার হোসেন নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃত আক্তার হোসেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালী থানার ওসিকে অশোভন গালিগালাজ করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও দলের মহেশখালী পৌরসভা কমিটির সাবেক আহ্বায়ক আক্তার হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

এর আগে বুধবার বিকালে মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রয়াত শফি উল্লাহ শফির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা আক্তার হোসেন বলেন, ‘মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক আওয়ামী লীগের দোসরদের নিয়ে চা খান অফিসে। ওসি সাহেব দোকান বন্ধ করেন আপনার। আপনাকে ল্যাংটা করে মহেশখালী থেকে তাড়িয়ে দেওয়া হবে।’ এমন বক্তব্য দেওয়ার পর মহেশখালী জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

তবে এ ঘটনায় মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার সরকার পতনের পর বিজয় মিছিলে সন্ধ্যায় পৌরসভার বানিয়া সন্ত্রাসী হামলার শিকার হন মহেশখালী উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক ও মহেশখালী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উল্লাহ শফি। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট মৃত্যু হয় তার।