দেশে করোনা বেড়েছে উল্লেখ করে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার অটোমেশন বিষয়ক সভা শেষে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, দেশে করোনা কিছুটা বেড়েছে। গতকাল ১০৯ জন ছিল। করোনা এখনও নির্মুল হয়নি। এখন স্বাভাবিক অবস্থায় থাকলেও করোনা যেকোনো সময় অস্বাভাবিক হতে পারে।
তিনি বলেন, ইতোমধ্যে মন্ত্রীসহ অনেক গণ্যমান্য ব্যক্তিরা আক্রান্ত হচ্ছে। এজন্য এখন সবাইকে আগের মত স্বাস্থ্য সচেতন হতে হবে, সবাইকে অবশ্যই স্বাস্থ্য বিধি মানতে হবে। সবাইকে মাস্ক পড়তে হবে।
এসময় যারা টিকা নেননি তাদেরকে দ্রুত টিকা নেয়ার আহ্ববান জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণ করা হয়েছে বলেই এখন দেশের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে। স্বাস্থ্যে যে বাজেট দেয়া হয়েছে তা গতবারের চেয়ে ৪ হাজার কোটি টাকা বেশি।
তিনি আরও বলেন, বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি অটোমেশন করা হবে। এর ফলে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ হবে।
—ইউএনবি
আরও পড়ুন
নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ভারতীয় হাইকমিশনে ড. মনমোহন সিংয়ের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
সচিবালয়ের আগুনে ৫ মন্ত্রণালয়ের ‘কোনো নথি পোড়েনি’