December 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 2nd, 2025, 8:53 pm

কর্মবিরতির পর এবার ‘কমপ্লিট শাটডাউনে’ সহকারী প্রাথমিক শিক্ষকেরা

ফাইল ফটো

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামীকাল (৩ ডিসেম্বর) থেকে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করতে যাচ্ছেন। একই সঙ্গে শিক্ষকরা উপজেলা ও থানা শিক্ষা অফিস (এটিইও) কার্যালয়ের সামনে অবস্থান নেবেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে জানান, “দাবি আদায়ে শিক্ষকরা অনেকে হেনস্তার শিকার হয়েছেন। এজন্য বিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে। ”

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত। এর মধ্যে অধিকাংশই সহকারী শিক্ষক।

শিক্ষকদের মূল দাবিগুলো হলো—বেতন দশম গ্রেডে উন্নীতকরণ, চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান, শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

প্রধান শিক্ষকদের বেতন বর্তমানে দশম গ্রেডে থাকলেও সহকারী শিক্ষকরা পাচ্ছেন ১৩তম গ্রেড। এ বৈষম্যের প্রতিবাদে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। গত ৮-১১ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের হামলায় দেড় শতাধিক শিক্ষক আহত হন।

তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দশম গ্রেড দিতে রাজি না হয়ে আপাতত ১১তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করেছে। শিক্ষকরা অন্তত ১১তম গ্রেড কার্যকর করার দাবিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এনএনবাংলা/