জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দুই প্রবাসী সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে মেধাবী সাংবাদিকদের সংগঠন কুলাউড়া উপজেলা প্রেসক্লাব। সংবর্ধিতরা হলেন সাপ্তাহিক সীমান্তের ডাকের প্রকাশক, যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মিসবাউর রহমান এনাম ও কুলাউড়ার সাবেক ক্রীড়া সংগঠক, বাংলা প্রেসক্লাব ইতালির যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন।
মোহাম্মদ মিসবাউর রহমান এনাম ও নাজমুল হোসেন স্বদেশ আগমন উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। মঙ্গলবার রাত ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মছব্বির আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাফর আহমদ গিলমান। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ মিসবাউর রহমান এনাম ও ইতালি প্রবাসী নাজমুল হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কাদিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম মিঠু, ক্রীড়া সংগঠক খায়রুল আলম স্বপন, শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজিব আলী, সিনিয়র সাংবাদিক মোঃ মোক্তাদির হোসাইন, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস আলম সুমন, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মামুন, নির্বাহী সদস্য আব্দুল জলিল, সদস্য সাইফুল ইসলাম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম জাবের, কোষাধ্যক্ষ আজহার মুনিম শাফিন, সদস্য কাওছার আহমেদ, অনুলিপির এডমিন আশিকুল ইসলাম বাবু, চ্যানেল কুলাউড়ার বার্তা সম্পাদক শামছু উদ্দিন বাবু প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল অতিথিবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারকটি তুলে দেন।
আরও পড়ুন
সুচিত্রা সেনের ১১তম প্রয়াণ দিবস পালন
কোম্পানীগঞ্জে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
ব্রাজিল দূতাবাসের সাথে রংপুর চেম্বার নেতৃবৃন্দের মত বিনিময় সভা