অনলাইন ডেস্ক :
রাষ্ট্রদ্রোহের অভিযোগসহ ১১টি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় আগামী ১৩ নভেম্বর নতুন তারিখে রেখেছেন ঢাকা মহানগর দায়রা জজ বিচারক মো. আছাদুজ্জামান।
এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, বুধবার ১১টি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি এবং অন্য ১০টি মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল।
আরও পড়ুন
তিন মাস পর বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সুন্দরবন
২৩ বছর পর নতুন আমেজে আসছে ‘আসসালামালাইকুম বিয়াইন সাব’
যুক্তরাষ্ট্র নির্দিষ্ট দল-ব্যক্তিকে সমর্থন করে না : ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত