January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 12th, 2023, 3:39 pm

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়েছে। “অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গ্রাম বিকাশ কেন্দ্রের সহযোগীতায় মহড়ার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, পিআইও সজীবুল করিম, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী সারাবান তহুরা, তথ্য সেবা কর্মকর্তা তাসনীম খুশবী সরকার, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রতিনিধি জিয়াউর রহমানসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ মমতাজুল হকের নেতৃত্বে ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে।