Monday, March 4th, 2024, 7:42 pm

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার সাঘাটায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নশরৎপুরে এই হতাহতের ঘটনা ঘটে।

গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গাইবান্ধা থেকে একটি ট্রাক বাদিয়াখালির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ওই স্থানে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।

নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান ওসি।

—–ইউএনবি