জেলা প্রতিনিধি, সিলেট :
হযরত শাহজালাল (র.) এর পূণ্যভুমি- সিলেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো পাঁচতারকা হোটল ‘সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট।
১১জুন শনিবার সন্ধ্যায় চায়ের দেশ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে অবস্থিত কাদিমনগর ইউনিয়ন পরিষদের বড়োশালায় ৫ তারকা হোটেলটির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, দক্ষিণ সুরমা এলাকার সাংসদ হাবিবুর রহমান হাবিব, মহিবুর রহমান মানিক এমপি, অগ্রণী বাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামস-উল ইসলাম, বিআইডিএস’র চেয়ারম্যান ড. জাহেদ বখত, সিলেট জেলা প্রশাসক মজিবুর রহমান, পুলিশের সিলেট অঞ্চলের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জিওসি মেজর জেনারেল হামিদুল হক, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলসহ শীর্ষ ব্যবসায়ী ও ব্যক্তিত্ব।
গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট -এর চেয়ারম্যান আলি মোহাম্মাদ জাকারিয়া আনুষ্ঠানিক বক্তব্যে বলেন, সিলেটে বসবাসরত পর্যটকেরা ছাড়াও দেশ-বিদেশের ভ্রমণপিপাসুরা যেন দ্বিগুণহারে তাদের আন্তর্জাতিক মানের হোটেলে আতিথেয়তা গ্রহণ করে সেই উদ্দেশ্যেই এমন একটি পাঁচ তারকা হোটেলের উদ্যোগ তিনি নিয়েছেন। গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট -এর বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধার বর্ণনা দিতে গিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ফখর উদ্দিন রাজী বলেন- ২৩৫টি সুসজ্জিত কক্ষ, সুইমিংপুল, জিম, স্পা, ২১০টি আসন সম্পন্ন সিনেমা হল এবং শিশুদের জন্য ফ্যান্টাসি আর্কেড নামক বিশেষ খেলার জায়গা রয়েছে এই ভেন্যুতে। এখানেই শেষ নয়; আছে ৫টি ভিন্ন ভিন্ন স্বাদের খাবারের ভিন্ন ভিন্ন রেস্টুরেন্ট- সিগনেচার অল ডে ডাইনিং, স্মোকি গ্রিল, স্কাই কাবানা, সাহারা লাউঞ্চ, এসপ্রেসো ডেলি নামক কফি শপ তন্মধ্যে অন্যতম বলে জানান এমডি। বলেন- এসব রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের খাবারের সুব্যবস্থা রয়েছে; এছাড়াও আছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ৫৫০ জনের ধারণ ক্ষমতাসম্পন্ন বিশেষ ব্যাঙ্কুয়েট হল- যেখানে সামাজিক অনুষ্ঠানসহ বিভিন্ন রকমের কর্পোরেট ইভেন্ট আয়োজন করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান পরিচালনা পর্ষদ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অতিথিরা।
আরও পড়ুন
সিন্ডিকেট : ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম, অস্বস্তিতে ক্রেতা
আ. লীগ আমলের ভুল নীতির খেসারত দিচ্ছে বাংলাদেশ : অর্থ উপদেষ্টা
আলজেরিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ