ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে ফ্লাইট চলাচলে এই বিঘ্ন দেখা দেয়। এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে ব্যর্থ হয়ে কলকাতায় অবতরণ করে। পরে রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও একটি ফ্লাইট একই কারণে কলকাতায় ডাইভার্ট করা হয়।
এছাড়া কুয়াশার প্রভাবে একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ের দুই থেকে চার ঘণ্টা বিলম্বে ঢাকায় পৌঁছায়। এর মধ্যে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু থেকে আগত দুটি ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ফ্লাইট।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, “ঘন কুয়াশার কারণে কুয়েত থেকে আগত কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতা পাঠানো হয়েছে।”
তবে বিমানবন্দর সূত্রে আরও কয়েকটি ফ্লাইট কলকাতায় অবতরণের বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের অনুভূতিও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল