February 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 15th, 2025, 1:44 pm

চলে গেলেন ‘বাংলায় গান গাওয়া’ প্রতুল

প্রতুল মুখোপাধ্যায় চলে গেলেন ‘বাংলায় গান গাওয়া’ প্রতুল

অনলাইন ডেস্ক:

‘আমি বাংলায় গান গাই’ গানের খ্যাতিমান কণ্ঠশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই। চিকিৎসাধীন অবস্থায় আজ (১৫ ফেব্রুয়ারি) শনিবার ভারতের কলকাতার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। প্রতুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

গুরুতর অসুস্থ অবস্থায় প্রতুল মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা যায়, অস্ত্রোপচারের পর হৃদ্‌রোগে আক্রান্ত হন প্রতুল। এরপর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তার জন্য গঠন করা হয়েছিল মেডিকেল বোর্ডও। আজ সকালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় সপরিবার ভারতে পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই তিনি নিজের লেখা গানে সুর দিয়ে গাইতেন। তার অনেক সৃষ্টির মধ্যে ‘আমি বাংলায় গান গাই’ বিশেষভাবে সমাদৃত। গানটি ২০১১ সালের মার্চে প্রকাশিত হয়।

উল্লেখ্য প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে ‘পাথরে পাথরে নাচে আগুন’, ‘যেতে হবে’, ‘ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা’, ‘তোমাকে দেখেছিলাম’, স্বপনপুরে’, ‘অনেক নতুন বন্ধু হোক’, ‘হযবরল’, ‘দুই কানুর উপাখ্যান’, ‘আঁধার নামে’ ইত্যাদি।