ঢালিউডের সুপরিচিত নৃত্যশিল্পী ও অভিনেত্রী নূতনের স্বামী, বিখ্যাত জ্যাম্বস্ গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন বাবুল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ক্যানসারে ভুগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
রুহুল আমিন বাবুল ছিলেন চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা। স্বাধীনতার পর ১৯৭৭ সালে তিনি জসিম, এনামুল করিম আমান ও মাহবুব খান গুইকে নিয়ে ঢালিউডে প্রথম পেশাদার ফাইটিং গ্রুপ প্রতিষ্ঠা করেন, যা জ্যাম্বস্ গ্রুপ নামে পরিচিতি পায়। ঢালিউড সিনেমার মারপিটের দৃশ্য, স্টান্ট পরিচালনা এবং নতুন ফাইটার তৈরিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

জ্যাম্বস্ গ্রুপ প্রযোজনা করেছে বেশ কিছু জনপ্রিয় সিনেমা—যার মধ্যে ‘দোস্ত দুশমন’, ‘বারুদ’, ‘চাঁদ সুরুজ’, ‘কাবিন’, ‘আল হেলাল’, ‘এক লুটেরা’ উল্লেখযোগ্য। বিশেষ করে ১৯৮০-এর দশকে ‘দোস্ত দুশমন’ ব্যাপক সাড়া ফেলেছিল। পরে বাবুল এককভাবে এনবি নামে নতুন প্রযোজনা সংস্থা চালু করেন এবং ভারত–বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘আমি সেই মেয়ে’ নির্মাণ করেন।
১৯৭৮ সালে বাবুল বিয়ে করেন অভিনেত্রী নূতনকে, যার প্রকৃত নাম ফারহানা আমিন রত্না। ‘কাবিন’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। অসুস্থ অবস্থায় হাসপাতালে স্বামীর পাশে সবসময় ছিলেন নূতন।
আগামীকাল রোববার বাদ জোহর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
এনএনবাংলা/

আরও পড়ুন
১১৪ জুলাই শহীদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন রোববার
বদলি–শোকজে কর্মসূচি স্থগিত, আজ পরীক্ষায় ফিরছেন প্রাথমিক শিক্ষকরা
সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক চাই: প্রণয় ভার্মা