অনলাইন ডেস্ক :
চীনের দৃষ্টিপ্রতিবন্ধী পর্বতারোহী ঝাং হং এবার মাউন্ট এভারেস্ট জয় করেছেন। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখা ৪৬ বছরের ঝাং হলেন এশিয়ার প্রথম ও বিশ্বের তৃতীয় দৃষ্টিহীন পর্বতারোহী।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, তিনি নেপালের দিক দিয়ে এভারেস্টে উঠেছেন।
ঝাং বলেন, যদি আপনি দৃঢ় মনোবলের অধিকারী হন। তবে প্রতিবন্ধী নাকি স্বাভাবিক, দৃষ্টিশক্তি হরিয়েছেন অথবা আপনার হাত বা পা নেই, সেগুলো কোনো বিষয়ই না।
এই চীনা নাগরিক আরও বলেন, আপনি সবসময়ই ওই কাজ করতে পারবেন, অন্যরা হয়তো ভাববে আপনি ওই কাজটি করতে পারবেন না।
তবে দৃঢ় মনোবল থাকলেও এভারেস্টের চূড়ায় উঠার সময় ভয়ে থাকতেন বলেও জানিয়েছেন ঝাং।
এক টুইটপোস্টে পোস্টে তিনি বলেন, আমি এভারেস্টে উঠেছি। আমার পরিবার, গাইড, ফোকিন্ড হাসপাতালের লোকজনসহ যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
গত ২৪ মে তিন গাইডকে নিয়ে এভারেস্টের আট হাজার ৮৪৯ মিটার উঁচু চূড়ায় পৌঁছান তিনি। বেজক্যাম্পে ফিরে আসেন গত বৃহস্পতিবার।
চীনের দক্ষিণপশ্চিমের নগরী চঙকিংয়ে জন্ম নেওয়া ঝাং গ্লুকোমায় আক্রান্ত হয়ে ২১ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান।
আরও পড়ুন
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ ‘সঠিক নয়’ : ডিএমপি
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির
বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের