অনলাইন ডেস্ক :
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংচিং শহরে রানওয়ে থেকে ছিটকে পড়ার পর তিব্বত এয়ারলাইন্সের একটি প্লেনে আগুন ধরে গেছে। বৃহস্পতিবার (১২ মে) সকালে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের। এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, প্লেন থেকে ১১৩ যাত্রী এবং ৯ জন ক্রু সদস্যকে ‘নিরাপদে বের করে নেওয়া হয়েছে’। চংচিং জিয়াংপেই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ৪০ জনের বেশি যাত্রী সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। দ্য সিভিল অ্যাভিয়েশন অব চায়না (সিএএসি) বলছে, প্লেন থেকে বের করে আনার সময় ৩৬ জন আঘাত পেয়েছেন ও পা মচকে গেছে। সংস্থাটি আরও বলেছে, ফ্লাইটের ক্রুরা জানিয়েছেন, উড্ডয়নের সময় প্লেনটিতে অসঙ্গতি দেখা দেয়। এরপর তারা পদ্ধতি অনুসরণ করে উড্ডয়ন বন্ধ করে দেন। তখনই তা রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ সময় প্লেনে আগুন ধরে যায়। এখন আগুন নিভে গেছে। ফ্লাইটটির তিব্বতের নিয়াংচিতে যাওয়ার কথা ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ফ্লাইড শিডিউলের তথ্য অনুযায়ী, এয়ারবাস এ৩১৯ উড়োজাহাজটি সাড়ে ৯ বছর ধরে সার্ভিসে ছিল। দুই মাসেরও কম সময় আগে আরও একটি মর্মান্তিক প্লেন দুর্ঘটনা ঘটেছিল চীনে। সেসময় ১৩২ যাত্রী নিয়ে গুয়াংশি অঞ্চলে প্লেনটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। এতে সবাই নিহত হন। কর্তৃপক্ষ এখনও এ দুর্ঘটনার কারণ খুঁজে পেতে তদন্ত করছে।
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম
এক মিনিটেই ৫৭ চলন্ত পাখা জিভ দিয়ে থামিয়ে গিনেস রেকর্ড