December 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 7th, 2025, 7:25 pm

জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনে নেতৃত্ব দিতে  বিএনপিও প্রস্তুত : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দলের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূলের প্রতিটি নেতাকর্মী আগামী নির্বাচনে নির্ণায়ক ভূমিকা পালন করবেন। জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে বিএনপি প্রস্তুত।

তিনি আজ (৭ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

সভায় আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নির্বাচনী কর্মসূচি চূড়ান্তকরণ ও তৃণমূল পর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইউনিয়নভিত্তিক কর্মীসভাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে আয়োজন করা হবে। তৃণমূলের মতামত শুনে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। দমন পীড়ন বা বাধা দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না

উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ এবং উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, সদস্য ও ইউনিয়ন এবং পৌর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।