অনলাইন ডেস্ক :
সম্প্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গের সঙ্গে মল্লযুদ্ধে নামার ঘোষণা দিয়েছিল ‘এক্সের’ (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) কর্ণধার ই্লােন মাস্ক। এবার এই লড়াই এক্সে লাইভ স্ট্রিম করা হবে বলে জানান তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি ‘মিক্সড মার্শাল আর্ট কেইজ ম্যাচে’ মুখোমুখি হবেন এই ২ সোশ্যাল মিডিয়া মোগল। গত রোববার সকালে এক্সে এক পোস্টে মাস্ক বলেন, ‘জাক বনাম মাস্কের লড়াই এক্সে লাইভ-স্ট্রিম করা হবে এবং এ থেকে যা আয় হবে তা দাতব্য প্রতিষ্ঠানে যাবে।’ এর আগে মাস্ক জানিয়েছিলেন যে, তিনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন এবং সারাদিন ভারোত্তোলন করছেন। এই লড়াইয়ের বিষয়ে এক্সের একজন ব্যবহারকারী জানতে চাইলে মাস্ক বলেন, ‘এটি যুদ্ধের একটি সভ্য রূপ।
পুরুষরা যুদ্ধ পছন্দ করে।’ তবে মাস্কের পোস্টের বিষয়ে রয়টার্সকে কিছু জানায়নি মেটা। গত ২০ জুন ৫১ বছর বয়সী মাস্ক এক পোস্টে জানিয়েছিলেন যে, তিনি জাপানি মার্শাল আর্ট জিউজিৎসুতে পারদর্শী জাকারবার্গের সঙ্গে একটি ‘কেইজ ম্যাচে’ লড়াই করতে প্রস্তুত। এর একদিন পর ৩৯ বছর বয়সী জাকারবার্গ ইনস্টাগ্রামে তার মার্শাল আর্টের ম্যাচ জেতার ছবি পোস্ট করে মাস্কের উদ্দেশে বলেন, ‘লোকেশন পাঠান’। উত্তরে মাস্ক লেখেন, ‘ভেগাস অক্টাগন’। যেখানে মিক্সড মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
মানুষের মস্তিষ্ক কতটা দ্রুত কাজ করে
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য