December 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 7th, 2025, 5:26 pm

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

 

জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদকে রোববার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। তাকে রাজধানীর নিজ বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, শওকত মাহমুদকে কোন মামলায় আটক করা হয়েছে তা বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হয়। এই দলের চেয়ারম্যান হিসেবে আছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, আর মহাসচিবের দায়িত্বে রয়েছেন শওকত মাহমুদ। তার আগে তিনি বিএনপিতে ভাইস চেয়ারম্যানের পদও দায়িত্ব পালন করেছেন।

এনএনবাংলা/