December 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 9th, 2025, 6:37 pm

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যালয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

 

ব্যারিস্টার মইনুল হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫ রাজধানীর জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাজী মো. মেহেদী হাসান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মো. আলমগীর গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতা মুহাম্মদ মনজুর আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শাহ আলম স্বপন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আহম্মেদ আলী।

বক্তারা বলেন, ব্যারিস্টার মইনুল হোসেন ছিলেন দেশের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় একজন সাহসী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে দেশ একজন খ্যাতিমান আইনজীবী, জনমত গঠনে অবদান রাখা অভিজ্ঞ ব্যক্তিত্বকে হারিয়েছে।

দোয়া মাহফিলে ব্যারিস্টার মইনুল হোসেনের আত্মার মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

এনএনবাংলা/