জামালপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৯ জুন) দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের জামালপুর সদর উপজেলার রানাগাছা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- আব্দুল মজিদ, সোলায়মান হোসেন, সাহেদ আলী ও ইজিবাইক চালক জয়নাল আবেদীন। নিহতরা সবাই জামালপুর সদর উপজেলার ইটাইল কান্দাপাড়া গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- হানিফ উদ্দিন, খলিলুর রহমান ও শফিকুল ইসলাম। এদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ইটাইল কান্দাপাড়া থেকে শেরপুরের একটি পীরের বাড়িতে জুমার নামাজ পড়ার উদ্দেশে একটি ইজিবাইকযোগে রওনা হন তারা। দুপুর ১২টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের রানাগাছা উত্তরপাড়া মসজিদ এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মজিদ ও সোলায়মান। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাহেদ আলী ও ইজিবাইক চালক জয়নাল আবেদীন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ হতাহতের ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী