December 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 2nd, 2025, 5:53 pm

টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও টাইগারদের দাপুটে জয়

ছবি: ক্রিকইনফো

 

বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে আবারও দাপট দেখাল টাইগাররা। প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে সমতা আনে লিটন দাসের দল। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দেখাল একচ্ছত্র আধিপত্য। মিরপুরে ৮ উইকেট ও ৩৮ বল হাতে রেখে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ঝড় তোলে আয়ারল্যান্ড। তবে রিশাদ হোসেনের লেগ স্পিনে নাভিশ্বাস ওঠে সফরকারীদের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১১৭ রানে থামে আইরিশদের ইনিংস। পল স্টার্লিং করেন সর্বোচ্চ ৩৮ রান। মুস্তাফিজুর রহমান ৩ উইকেট নিয়ে দেখালেন কাটারে পুরনো ধার, রিশাদের ঝুলিতেও একই সংখ্যক উইকেট।

জয়ের লক্ষ্য খুব বড় ছিল না। তাই পাওয়ার প্লেতে দুই ওপেনার সাইফ হাসান (১৯) ও লিটন দাসের (৭) বিদায়েও কোনো চাপ নেয়নি স্বাগতিক শিবির। অপর ওপেনার তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ৫৫* ও পারভেজ হোসেন ইমনের ৩৩ রানে ভর করে ১৩.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দিনটি ছিল তানজিদ তামিমের। ব্যাট হাতে অর্ধশতক তো আছেই, সঙ্গে এক অনন্য রেকর্ড—টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কোনো ফিল্ডার হিসেবে একটি টি-টোয়েন্টি ম্যাচে ৫টি ক্যাচ নেওয়ার কীর্তি গড়েছেন এই ওপেনার। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতেই।

সিরিজজুড়ে বল-ব্যাটে আলো ছড়িয়ে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন শেখ মেহেদী হাসান।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড: ১১৭ অলআউট (১৯.৫ ওভার)
স্টার্লিং ৩৮, ডকরেল ১৯
মুস্তাফিজ ৩-১১, রিশাদ ৩-২১

বাংলাদেশ: ১১৯/২ (১৩.৪ ওভার)
তানজিদ তামিম ৫৫*, ইমন ৩৩
টেক্টর ১-১৭, ক্রেগ ১-৩০

ফলাফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তানজিদ হাসান তামিম
সিরিজসেরা: শেখ মেহেদী হাসান

এনএনবাংলা/