December 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 8th, 2025, 8:07 pm

ঢাকা জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ঢাকা জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, ঢাকার আয়োজনে শনিবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ফাইনালে পদ্মা সরকারি কলেজ, দোহার টাইব্রেকারে ৫–৩ গোলের ব্যবধানে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মুমিনুল হাসান, পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব জনাব সুমন কুমার মিত্র।

ফাইনাল খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।