February 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 15th, 2025, 1:22 pm

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির সংঘর্ষ- আহত ১২

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ধাক্কা দেওয়ায় সড়ক নিরাপত্তার পেট্রোল গাড়িসহ তিন গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওই এলাকায় চার কিলোমিটারজুড়ে আধঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো ও আহতদের সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়াগামী গ্রীন ঢাকা পরিবহনকে পেছন থেকে সুরভি পরিবহন নামে একটি বাস ধাক্কা দেয়। এতে গ্রীন ঢাকা পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়ক নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত পেট্রোল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের ১২ জন গুরুতর আহত হন।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কেউ মারা যাযননি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।