বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখন পর্যন্ত কোনো ‘ট্রাভেল পাসে’র আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তারেক রহমান চাইলে ট্রাভেল পাস ইস্যু করা হবে। কিন্তু তারেক রহমান এখনো এ বিষয়ে আবেদন করেননি। এসময় তারেক রহমানের পাসপোর্ট বৈধ আছে কি না—এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তাঁর ভাষায়—“উনার পাসপোর্ট আছে কি না, এটা আমি বলতে পারব না।”
তৌহিদ হোসেন আরও জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।
এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করেন তিনি। জানান, চিকিৎসকের পরামর্শ ও দলের সিদ্ধান্ত হলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।
তিনি বলেন—“চিকিৎসকেরা যদি মনে করেন এবং দলের সিদ্ধান্ত হয়, তবে সে অনুযায়ী তা করা হবে। সরকারের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তুতি রয়েছে।”
এনএনবাংলা/

আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬৩১, নিখোঁজ আরও ৫০০
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৫
ইসির সভা ৭ ডিসেম্বর: এরপর যেকোনো দিন হতে পারে নির্বাচনের তফসিল ঘোষণা