December 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 11th, 2025, 7:06 pm

‘তুমিহীনা’ সম্পূর্ণ আমার মতো একটি গান: নদী

 

মিষ্টি গায়কীর শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী শ্রোতাদের জন্য নিয়ে এলেন নতুন উপহার। আর তা হলো তার নতুন একক গান ‘তুমিহীনা’। ১০ ডিসেম্বর নদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্ত করা হয়েছে গানটি। গানটির কথা লিখেছেন নদী নিজেই। নদীর সাথে লেখায় সহযোগিতা করেছেন হৃদয় হাসিন ও হেমা। গানটির সুর করেছেন নদী ও হৃদয় হাসিন। আর মিউজিক এরেঞ্জমেন্টে ছিলেন হৃদয় হাসিন। এছাড়া রিদম প্রোগ্রামিং করেছেন সায়েম রহমান। ‘তুমিহীনা’ গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন সোহেল রাজ। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন নদী নিজেই।

নিজের এই নতুন গানটি নিয়ে নদী বলেন, “এই গানটি আমার কাছে নানা কারণে খানিকটা বিশেষ। একটু ব্যাখ্যা দিয়ে বলতে গেলে নানা কারণে আমাদের শিল্পীদের সবসময় নিজের পছন্দমতো কাজ করা হয়না। যে কারণে এবার একেবারেই আমার নিজের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিয়েই গানটি করেছি। গান লেখা বা সুর করার কাজগুলো আমি বেশকিছু সময় ধরেই করে আসছি। কিন্তু নিজের ভেতরের যে চাওয়াটা সেভাবে কোনো গান আমার করা হয়ে উঠছিলো না। সে কারণে এবার কথা ,সুর, মিউজিক এরেঞ্জমেন্টে থেকে শুরু করে ভিডিও নির্মাণ পর্যন্ত—আমার ভালোলাগার ব্যাপারটাই ছিল মূল। আমি ব্যাক্তিগতভাবে আনন্দিত নিজের ভালোলাগার একটি কাজ করতে পেরে।”

কথা প্রসঙ্গে নদী আরও বলেন, “গানটি একটু ভিন্ন আঙ্গিকের হবার কারণে হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু আমি এমন ধরণের গান করতে চেয়েছিলাম সবসময়ই। যেকোনো গান আমার সাথে বা আমার ব্যক্তিত্ব বা আমি মানুষটার সাথে মানিয়ে নিতে না পারলে আমি গাইতে পছন্দ করি না। সেদিক থেকে ‘তুমিহীনা’ সম্পূর্ণ আমার মতো একটি গান ,আমি মানুষটা যেমন ঠিক তেমন। ভালো লাগছে নিজের ভালো লাগার মতো একটা গান আমি করতে পেরেছি এটা ভেবে। শ্রোতাদের জন্য বলতে চাই আপনারাই একজন শিল্পীর কাজকে বাঁচিয়ে রাখেন আপনাদের ভালোবাসা, উৎসাহ দিয়ে। আমার খুব পছন্দের একটা কাজ এটি। আপনার শুনবেন ,আপনাদের মতামত জানাবেন।”

নদী জানালেন,‘তুমিহীনা’ গানটি নির্মিত হয়েছে তার নিজস্ব ব্যানার ‘নদীমাতৃক প্রোডাকশন’থেকে। আর ইউটিউব ছাড়াও স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি ও আর্ন্তজাতিক বেশকিছু মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাবে গানটি।

প্রসঙ্গত, নদীর গাওয়া ‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘রঙিলা আকাশ’, ‘অচিনপুর’, ‘মুগ্ধতা’, ‘আমারতো কেউ নেই তুমি ছাড়া’, ‘দেশি গার্ল’, ‘হারানো যাবে না’, ‘কথা দিলাম’, ‘তোমাকে দেব না হারাতে’, ‘পোড়ামন ২’ সিনেমায় গাওয়া ‘সুতো কাটা ঘুড়ি’ সহ বেশ কিছু গান শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ।

এনএনবাংলা/